প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ৩:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২২, ৬:৪৪ পি.এম
পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পঞ্চগড় জেলায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে । ১৫ই আগস্ট সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে বিভিন্ন মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। দিনটির প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি আরম্ভ হয়। আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের আয়োজনে শোক দিবসকে কেন্দ্র করে শোকর্যালি বের হয়ে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তোয়াবুর রহমানের সভাপতিত্বে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক আনোয়ার সাদাত সম্রাটের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নুরুল ইসলাম সুজন, পঞ্চগড় ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সারোয়ার হোসেন , পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইচ চেয়ারম্যান কাজী আল তারিক সাধারণ সম্পাদ হুমায়ুন কবির উজ্জ্বল কৃষক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল লতিফ তারিন সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho