
ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটে থাকা ১৩ জেলে সহ ফিশিং বোট উদ্ধার করেছে কোষ্টগার্ড পশ্চিম জোন।
১৪ আগস্ট রবিবার আনুমানিক রাত ১১ টার দিকে ৯৯৯ হতে ফোন কলের মাধ্যমে সংবাদ পেয়ে বিসিজি স্টেশন কচিখালী হতে একটি উদ্ধারকারী দল দ্রুত শ্যালাচর এলাকায় পৌছাঁয় এবং ১৫ আগস্ট সকাল ৮ টার দিকে১৩ জন জেলেসহ ইঞ্জিন বিকল হয়ে পড়া “ছোট হুজুরের দোয়া” নামক ফিশিং ট্রলারটি উদ্ধার করে।
জানা গেছে, “ছোট হুজুরের দোয়া” নামক ফিশিং ট্রলারটি গত ১২ আগস্ট ২০২২ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা হতে ১৩ জন জেলে সহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। ১৩ আগস্ট সকাল ৯ টার দিকে ফিশিং ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরবর্তীতে ফিশিং ট্রলারটি ভাসতে ভাসতে শ্যালাচর এলাকায় আসলে ফিশিং বোটে থাকা জেলেরা ৯৯৯ এ ফোন করে তাদের ইঞ্জিন নষ্ট হয়ে ভাসমান অবস্থায় আছে বলে জানায় এবং সাহায্য চায়। কোস্ট গার্ডের কাছে খবর আসা মাত্র অতি দ্রুততার সাথে উদ্ধারকারী দল ফিশিং ট্রলারটির নিকট পৌছাঁয় এবং সমুদ্র উত্তাল থাকায় তাদেরকে নিয়ে শ্যালাচর ফরেস্ট অফিসের অদুরে নিরাপদ স্থানে অবস্থান গ্রহণ করে।পরে ১৫ আগষ্ট সোমবার সকাল ৯টা ৫০ এর দিকে একটি কাঠের বোট নিয়ে বিসিজি স্টেশন শরণখোলা এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বর্তমানে জেলেরা সকলেই শারিরীকভাবে সুস্থ আছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন জোনাল কমান্ডারের পক্ষে লেঃ কমান্ডার বিএন, এম মামুনুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho