Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১সোমবার , ১৫ আগস্ট ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

বার্তাকন্ঠ
আগস্ট ১৫, ২০২২ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

যশোর ব্যুরো।।  যশোরে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। সোমবার (১৫ আগস্ট) সকালে শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জনান যশোরের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদসহ দলীয় নেতাকর্মীরা।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানানো হয়।

সকালে যশোর শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজন করে আলোচনা সভার। এছাড়া শহরের মোড়ে মোড়ে শাহাদাত বাষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ বিতরণ করা হয়।

দিনের শুরুতে কাজী নাবিল আহমেদ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে যশোর শহরের বকুলতলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি জেলা শিল্পকলা একাডেমিতে যশোর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

এরপর নেতাকর্মীদের আয়োজনে শহরের বিভিন্ন এলাকায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাজী নাবিল আহমেদ।

এ সময় তার সাথে ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, মেহেদী হাসান মিন্টু, শ্রম বিষয়ক সম্পাদক কাজী আব্দুস সবুর হেলাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী, যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলন, দফতর সম্পাদক হাফিজুর রহমান, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, ক্রীড়া সম্পাদক নাজমুল হুদা পনি, জেলা যুব মহিলালীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, পৌর কাউন্সিলর রাজিবুল আলম, ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজান কবির শিপলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মারুফ হোসেন বিপুল, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।