Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১মঙ্গলবার , ১৬ আগস্ট ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁওয়ে জাতীয় শোক দিবস পালিত 

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও
আগস্ট ১৬, ২০২২ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। ১৫ আগষ্ট সোমবার জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, আওয়ামীলীগের সহযোগি অঙ্গ সংগঠন, ঠাকুরগাঁও প্রেসক্লাব,  ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাব  সহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।
দিনটির শুরুতেই জেলা আওয়ামীলীগ ও ঠাকুরগাঁও  জেলা প্রশাসন পৃথকভাবে শোক র‌্যালি বের করে  ঠাকুরগাঁও  জেলা পরিষদ ডাক বাংলোয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে। পরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হল) এ ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের  সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুহ: সাদেক কুরাইশী, সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।