শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন মহাকাশ স্টেশনের মডেল উন্মোচন করল রাশিয়া

ছবি-সংগৃহীত

নতুন মহাকাশ স্টেশনের মডেল উন্মোচন করেছে রাশিয়ার জাতীয় মহাকাশ সংস্থা রোসকসমস। সোমবার (১৫ আগস্ট) ‘আর্মি ২০২২’-শীর্ষক অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধনে এ মডেল উন্মোচন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

খবরে বলা হয়েছে, এ ঘটনা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ত্যাগের ব্যাপারে রাশিয়া যে সিরিয়াস সে বিষয়টিকেই সামনে নিয়ে এসেছে।

গত মাসেই রোসকসমসের প্রধান হিসেবে ইউরি বোরিসভ নামের একজন কর্মকর্তাকে নিয়োগ দেন পুতিন। এদিন নতুন মহাকাশ স্টেশনের মডেল উন্মোচনকালে তিনি বলেন, নিজস্ব অরবিটাল স্টেশন তৈরির জন্য কাজ করছে রাশিয়া। ২০২৪ সালের পর তার দেশ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে যাবে।

ইসরায়েল ক্ষুদ্রাতিক্ষুদ্র আক্রমণ’ও চালায়,তার জবাব হবে কঠোর-ইরানের প্রেসিডেন্ট

নতুন মহাকাশ স্টেশনের মডেল উন্মোচন করল রাশিয়া

প্রকাশের সময় : ০১:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২

নতুন মহাকাশ স্টেশনের মডেল উন্মোচন করেছে রাশিয়ার জাতীয় মহাকাশ সংস্থা রোসকসমস। সোমবার (১৫ আগস্ট) ‘আর্মি ২০২২’-শীর্ষক অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধনে এ মডেল উন্মোচন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

খবরে বলা হয়েছে, এ ঘটনা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ত্যাগের ব্যাপারে রাশিয়া যে সিরিয়াস সে বিষয়টিকেই সামনে নিয়ে এসেছে।

গত মাসেই রোসকসমসের প্রধান হিসেবে ইউরি বোরিসভ নামের একজন কর্মকর্তাকে নিয়োগ দেন পুতিন। এদিন নতুন মহাকাশ স্টেশনের মডেল উন্মোচনকালে তিনি বলেন, নিজস্ব অরবিটাল স্টেশন তৈরির জন্য কাজ করছে রাশিয়া। ২০২৪ সালের পর তার দেশ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে যাবে।