
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ''যারা ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীনতা বলে তারাই দেশে যাবতীয় অস্থিরতার মূল।''
শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে শুক্রবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত ধর্মালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
ভিসি বলেন, ''বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আর এই ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আসলে ধর্মনিরপেক্ষতা মানেই ধর্মহীনতা নয়। একদল কূপমণ্ডুক এর ভুল ব্যাখা করে মানুষকে বিভ্রান্ত করেন। আজকে বাংলাদেশে অস্থিরতা তৈরির পিছনে এই অপশক্তিরাই দায়ী।''
তিনি আরও বলেন, "ইসলাম ধর্মমতে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ও অধর্ম থেকে মানুষকে ফিরিয়ে আনার জন্য সৃষ্টিকর্তা প্রতিনিধি হিসাবে যুগে যুগে অনেক নবী-রাসূল পাঠিয়েছেন। একইভাবে হিন্দুধর্মমতে, যখন ধর্মের অধঃপতন ও অধর্মের অভ্যুত্থান হয় তখন ঈশ্বর নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হন। এখানে উভয়ধর্মের মর্মবাণী একই।"
বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ঝিনাইদহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন নাটোর জেলা ইসকনের অধ্যক্ষ শ্রীনামপ্রেম দাস ব্রহ্মচারী এবং বিশেষ আলোচক ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শুভ্র সরকার রুদ্র ও রিয়া বসাক।
এছাড়াও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রতিমা স্থাপন, পুষ্পাঞ্জলি নিবেদন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho