প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ১২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২২, ৬:০১ পি.এম
যশোরে নৈশপ্রহরীর গলায় গামছা পেঁচানো রক্তাক্ত মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে রক্তাক্ত ও গলায় গামছা পেঁচানো অবস্থায় মিন্টু তরফদার (৬০) নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২০ আগস্ট) দুপুরে তালতলা এলাকায় আকিজ জুট মিলের সামনে সরকার গ্রুপের ঘাটের অফিসের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিন্টু তরফদার উপজেলার বেঙ্গল টেক্সটাইল মিল সংলগ্ন মৃত মুসা তরফদারের ছেলে। তিনি সরকার গ্রুপের ঘাটে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
ঘাটের ম্যানেজার হাবিবুল্লাহ হাবিব বলেন, প্রায় এক বছর আগে মিন্টু তরফদার আমাদের ঘাটে নৈশপ্রহরী পদে যোগ দেন। শনিবার আনুমানিক সকাল ৯ টার সময় অফিসে এসে দেখি দরজা খোলা এবং ঘাটের সব বাতি জ্বলছে। অফিসের মেঝেতে গলায় গামছা পেঁচানো রক্তাক্ত অবস্থায় মিন্টু তরফদারের মরদেহ পড়ে রয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সরকার গ্রুপের ঘাটের অফিসে পাওয়া নৈশপ্রহরীর মুখমন্ডল রক্তাক্ত অবস্থায় গলায় গামছা পেঁচানো ছিল। তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। কি কারনে তাকে হত্যা করা হয়েছে ময়না তদন্ত রির্পোট হাতে পেলে হত্যাকান্ডের রহস্য জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho