
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে মূল্য অনুযায়ী খাবারের মান বাড়ানোর দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শিক্ষার্থীদের সাথে প্রভোস্ট কাউন্সিলের এক মতবিনিময় সভায় তারা এ দাবি জানায়। এসময় সভায় উপস্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করে।
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন হলের প্রভোস্টগণ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রীর নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় খাবারের মান বৃদ্ধির পাশাপাশি হল ও এর আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার করা, প্রত্যেক হলে পানি বিশুদ্ধকরণ ফিল্টার ও ক্যান্টিন স্থাপন, ডাইনিংয়ে ভর্তুকি বাড়ানোসহ বিভিন্ন দাবি জানায় তারা।
শিক্ষার্থীরা বলেন, হলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা হয়। এছাড়া তীব্রভাবে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। টিউবয়েলগুলোতে রয়েছে মাত্রাতিরিক্ত আয়রন। এসব খাবার ও অনিরাপদ পানি গ্রহণের ফলে পেটের পীড়াসহ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা।
অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী বলেন, শিক্ষার্থীদের হলসংশ্লিষ্ট বিভিন্ন দাবি আমরা শুনলাম। বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। খুব শিগগিরই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho