
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মন্তব্য করে বলেছেন ...আল্লাহ ওহির মাধ্যমে ২১ আগস্ট গ্রেনেড হামলা থেকে শেখ হাসিনাকে বাঁচিয়েছেন।
আজ সোমবার (২৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘পঁচাত্তরের ১৫ আগস্টের ধারাবাহিকতায় ২১ আগস্ট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, স্বাধীনতার পক্ষের শক্তিকেই ক্ষমতায় আনতে হবে। বিরোধী দলেও স্বাধীনতার পক্ষের শক্তি থাকতে হবে। বিএনপি-জামায়াত জোট স্বাধীনতা বিরোধী শক্তি। এরা দেশের শত্রু, জাতীয় শত্রু। এদের সম্পূর্ণ স্তব্ধ না করা পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
ভোটের মাধ্যমে নৌকা মার্কাকে জয়যুক্ত করতে হবে- মন্তব্য করে তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দিকে এগিয়ে যেতে ২০২৪ সালের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। স্বাধীনতা বিরোধী, রাজাকার, আলবদর, আল শামস কোনোদিন যেন ক্ষমতায় না আসতে পারে, তার জন্য ভোটের মাধ্যমে নৌকা মার্কাকে জয়যুক্ত করতে হবে।
২১ আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সদস্য বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। গ্রেনেড হামলার দিন একমাত্র আল্লাহ তাকে অহির মাধ্যমে বাঁচিয়েছেন বলে আমি মনে করি। না হলে সেদিন বাঁচার কোনো উপায় ছিল না।
বিএনপি ভোটে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, এ হত্যার (২১ আগস্ট) পরিকল্পনাকারী জিয়ার রক্ত। তার স্ত্রী, তারেক রহমান এবং হাওয়া ভবন। এ পরিবারটাই খুনি পরিবার। এরা আইন মানে না, গণতন্ত্র মানে না, ভোটে বিশ্বাস করে না, নির্বাচনে বিশ্বাস করে না। তাদের পায়ের তলায় মাটি নেই। তারা বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করে দেশকে ধ্বংস করে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করতে চায়।
‘সম্প্রীতি বাংলাদেশ’র আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে, সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.), ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত কর্মকর্তা আবদুল কাহহার আকন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho