
ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি মাহিয়া মাহি ও সাইমন সাদিক! এবার মুক্তি পাচ্ছে এ জুটির ‘লাইভ’ সিনেমা। সাথে আছেন আদর আজাদসহ অনেকেই। সিনেমাটি মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর। এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর রুপালি পর্দায় আসছেন সাইমন সাদিক।
সাইকো থ্রিলার গল্পের অন্য এক দৃশ্যায়ন নিয়েই সিনেমা লাইভ। যেখানে ঘটে যায় একটি হত্যাকাণ্ড! তাতে ফেঁসে যায় মাহিয়া মাহি। আর তাকে উদ্ধারের মিশনে নামেন সাইমন সাদিক। শেষ পর্যন্ত সাইমন কি পারেন মাহিকে বাঁচাতে? কেইবা খুনি? কেনই বা ঘটে এ হত্যাকাণ্ড? এমন নানা প্রশ্নের উত্তর মিলবে সিনেমার গল্পে। পুলিশ খুঁজে যায় নানা রহস্য! শেষ পর্যন্ত বেরিয়ে আসে চাঞ্চল্যকর অনেক তথ্য।
এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর রুপালি পর্দায় ফিরছেন সাইমন সাদিক। তিনি বললেন, আমি বিশ্বাস করি যে আমরা একটা দুর্দান্ত সিনেমা করেছি। দেখুন অনেক সিনেমায়ই কাজ করি, কাজ করলে বোঝা যায় যে ফলাফল কেমন হতে পারে, এ সিনেমায় কাজ করে মনে হয়েছে নতুন একজন সাইমনকে দেখতে পাবেন দর্শক। আমার চরিত্রটি একজন ব্যবসায়ীর যিনি দেশের বাইরে ব্যবসা করেন। তারই পারিবারিক একটা সমস্যাকে কেন্দ্র করে এগিয়ে যায় সিনেমার কাহিনী। সিনেমাটি একটি বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত।
সাইমন-মাহি ছাড়াও অভিনয় করেছেন আদর আজাদ, খাইরুল বাশার, শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলমসহ আরও অনেকেই। সিনেমাটি পরিচালনা করেছেন শামিম আহমেদ রনি। সিনেমাটি মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho