
বিদ্যুৎ ব্যবহার হ্রাস ও যানজট লাঘবের লক্ষ্যে সকল সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের পুনঃ নির্ধারিত সময়ের প্রথম দিনই যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের অধিকাংশ কর্মকর্তা নির্দিষ্ট সময়ে হাজির হননি। সরজমিন পরিদর্শন করে দেখা যায় ২৪/৮/২২ তারিখ সকাল সাড়ে আটটায় ঝিকরগাছা উপজেলা পরিষদের এল জি ই ডি ইঞ্জিনিয়ার শ্যামল কুমার বসু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান জাহাঙ্গীর, যুব উন্নয়ন কর্মকর্তা আরব আলী, সমবায় কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাজাহান সিরাজ, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক সহ অধিকাংশ কর্মকর্তা নির্দিষ্ট সময়ে অফিসে হাজির হননি। কয়েকটি অফিস তালাবদ্ধ দেখা যায়। তবে যথাসময়ে অফিসে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক, নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান, সমাজ সেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন, বি আর ডি বি কর্মকর্তা সহ আরও কয়েকজন কর্মকর্তা। যথাসময়ে কর্মকর্তাদের অনুপস্থিতি প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহবুবুল হক জানান, আজ প্রথম দিনে কিছু কিছু কর্মকর্তা সঠিক সময়ে হাজির হতে পারেননি তবে আগামীকাল থেকে সবাই যাতে সঠিক সময়ে উপস্থিত হন সেবিষয়ে আমি তদারকি করবো।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho