
লালমনিরহাটে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা বিপিএম, পিপিএম। সেই সাথে বিদায়ী পুলিশ সুপার আবিদা সুলতানার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) লামনিরহাটের পুলিশ লাইন্সের ড্রিলসেডে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার আবিদা সুলতানা, সদ্য যোগদান করা পুলিশ সুপারসহ জেলা পুলিশে কর্মরত অফিসার ও পুলিশ সদস্যগণ বক্তব্য দেন। জেলা পুলিশের নতুন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম তার গুরুত্বপূর্ণ বক্তব্যে জেলা পুলিশের কল্যাণের ক্ষেত্রে শতভাগ নিশ্চিত করণের প্রত্যাশা ব্যক্ত করেন।
সভা শেষে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবিদা সুলতানাকে পুষ্প সজ্জিত একটি গাড়ি রশি দিয়ে টেনে পুলিশ লাইন্স সম্মুখ রাস্তার মূল ফটক পর্যন্ত এগিয়ে দেন পুলিশের সহকর্মীরা। শুভেচ্ছা শেষে নবাগত পুলিশ সুপারকে সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করা হয়। গত মঙ্গলবার ২৩ শে আগস্ট বিকেল নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম যোগদান করেন। এর আগে তিনি পুলিশ সুপার পুলিশ টেলিকম ঢাকায় কর্মরত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho