
কক্সবাজারের পেকুয়ায় মুঠোফোনে লুডু খেলা নিয়ে দ্বন্দ্বে অন্য খেলোয়াড়দের ছুরিকাঘাতে আবদুল মালেক (৪0) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল রবিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টায় মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনার চল্লিশ পরিবার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হলেন, বাইন্যাঘোনা আশ্রয়ণ প্রকল্পে বাড়ির ছৈয়দ আহমদের ছেলে।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তফিকুল আলম বলেন, মুঠোফোনে লুডু খেলা নিয়ে অন্য খেলোয়াড়দের ছুরিকাঘাতে মালেক নিহত হয় বলে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ফরহাদ আলী কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন।
তিনি আরো বলেন, পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে রয়েছে। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।