প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৬, ২০২৬, ১১:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২২, ১১:১৫ এ.এম
চারিপাশে কাঁটাতারের বেড়া, অবরুদ্ধ একটি অসহায় পরিবার

কাটা তারের বেড়া দেখে মনে হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দী হয়ে আছে একটি পরিবার। আসলে বিষয়টা এমন নয়, এটা রাজবাড়ি সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের, খানগঞ্জ গ্রামের অসহায় একটি পরিবারকে এভাবেই কাটা তারের বেড়া চতুর পাশ্বে দিয়ে আটকে রেখে নির্যাতন করছে, একই গ্রামের মৃত মজিদ চেয়রাম্যানের ছেলে রব। চারিপাশে কাঁটাতারের বেড়া দেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছে এই অসহায় পরিবারটি।
এমন ঘটনায়,শনিবার (১৬ জুলাই) সকালে ভুক্তভোগী হবি বাদি হয়ে রাজবাড়ি সদর থানার একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগে উল্লেখ করা হয়, রবের পিতা মৃত মজিদ চেয়রাম্যানের কাছে থেকে দুইবারে ১৩শতাংশ জমি কিনেছেন হবি। কিন্তু তিনি ৬শতাংশ জমি লিখে দেয় হবিকে। বাকি ৭ শতাংশ জমি লিখে না দিয়েই মারা যান রবের পিতা মজিদ চেয়রাম্যান। সেই জমির দাবি করায় অকথ্য ভাষায় গালাগালি, মারধরসহ, এবং ভয় দেখিয়ে বাড়ির চারপাশে কাঁটা তারের বেড়া দেয় রব। এতে পরিবারটিকে আম গাছ বেয়ে কাঁটা তারের বেড়া পেরিয়ে তাদের বাড়ি থেকে বের হতে হচ্ছে।
এ বিষয়ে রবের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি।
এব্যাপারে আজ মঙ্গলবার (৩০ আগস্ট) রাজবাড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে লিখিত একটি অভিযোগ এসেছে... বিষয়টি তদন্তের জন্য এস আই কাদেরকে দায়িত্ব দিয়েছি। তদন্ত শেষে রিপোর্ট হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho