প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৩:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২২, ৪:০০ পি.এম
যশোরে জাল টাকার নোটসহ গ্রেপ্তার ২

যশোরের অভয়নগরে ৪০ টি ৫০০ টাকার জাল নোটসহ মহিবুর রহমান চৌধুরী (৪৬) ও সাইফুল ইসলাম (৩৮) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলো.. চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার দেশগাঁও কাশেমপুর গ্রামের মৃত মোখলেছুর রহমান চৌধুরীর ছেলে মহিবুর রহমান চৌধুরী। অপর গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম কিশোরগঞ্জ জেলার পটিয়াদী উপজেলার চরজাকালিয়া এলাকার শামসুল ইসলামের ছেলে। ।
আসামি মহিবুর ঢাকা ডিএমপি ডেমরা থানা এলাকায় দীর্ঘদিন ধরে এসব জাল টাকার ব্যবসা করে আসছিলো। অপর আসামি সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে অভয়নগর এলাকার অবস্থান করে এসব জাল টাকার কারবার করে আসছিলো।
র্যাব জানায়, সোমবার (২৯ আগস্ট) রাতে র্যাবের একটি অভিযানিক দল অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের হোটেল আল রেজুয়ান ( আবাসিক হোটেল) এর তৃতীয় তলার ৩০৩ নং রুমে অভিযান চালিয়ে জাল টাকাসহ ওই দুই যুবককে গ্রেপ্তার করে।
র্যাব-৬ যশোরের কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে তা দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো। এর আগেও তারা জাল টাকা তৈরীর মেশিনসহ ঢাকার ডেমরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। আজ (৩০ আগস্ট) মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে অভয়নগর থানায় সোপর্দ করা হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম শামীম হোসাইন জাল টাকাসহ থানায় দু’জনকে র্যাব কর্তৃক হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho