Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বুধবার , ৩১ আগস্ট ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩১, ২০২২ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা শেষ করে আজ হাসপাতালে থেকে বাসায় ফিরবেন।

বুধবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরবেন তিনি।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকাপ্রকাশ-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে তার আগে আজ দুপুরের পর বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ড আবারও বসবেন বলে জানান চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে রবিবার (২৮ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

চিকিৎসক বোর্ডের সদস্য ডা এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মোট ছয় বারের মতো হাসপাতালে ভর্তি হতে হয়েছে। বেশ কিছু পরীক্ষা করার জন্য তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক বোর্ডের সদস্যরা উনাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে মেডিকেল বোর্ড হাসপাতাল কর্তৃপক্ষ ‍এবং তার পরিবার ও দলের পক্ষ থেকে এ বিষয়টি বারবার বলা হলেও দুঃখজনক সরকারের পক্ষ থেকে তা বাস্তবায়ন করা হয়নি।

এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, উনার শারীরিক অবস্থা যদি স্থিতিশীল থাকত তাহলে তো আজ তাকে হাসপাতালে ভর্তি করতে হতো না। ছয় দিন পূর্বে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে এসেছিলেন। আজকে আবারো এসেছিলেন কিন্তু চিকিৎসকদের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।