প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ৭:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২২, ৫:০৯ পি.এম
যুবককে শিকল দিয়ে বেঁধে রাখলেন পাওনাদার

রাজবাড়ীর পাংশায় পাওনা টাকা না দেওয়ায় মিঠু মোল্লা (৩৩) নামে এক যুবকের পায়ে শিকল দিয়ে তিন দিন বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ আগস্ট) পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।
নির্যাতনের শিকার যুবক মিঠু মোল্লা পাবনার সুজানগর উপজেলার মৃত দিনু মোল্লার ছেলে।
জানা যায়, মিঠু মোল্লা কয়েক বছর ধরে পাংশা শহরে বাসা ভাড়া নিয়ে থাকেন। সেই সূত্রে পাংশা শহরের শহিদ শেখের সঙ্গে তার পরিচয় হয়। মিঠু চার মাস আগে একটি জমি কিনে দেওয়ার মধ্যস্থতা করে শহিদ শেখের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নেয়। এরপর মিঠু জমিও দেয়নি আবার টাকাও পরিশোধ করেননি। রোববার মিঠুকে বাড়িতে ডেকে নিয়ে পায়ে শিকল পরিয়ে ঘরের বারান্দায় বেঁধে রাখেন শহিদ শেখ। মঙ্গলবার বিষয়টি পুলিশ জানতে পেরে তাকে উদ্ধার করে।
টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে মিঠু মোল্লা বলেন, চার মাস আগে জমির কথা বলে ১ লাখ ৮০ হাজার টাকা নিয়েছিলাম। তবে সেই টাকা আর ফেরত দিতে পারিনি।
শহিদ শেখ বলেন, জমি-জমা সংক্রান্ত বিষয়ে আমি মিঠু মোল্লাকে ১ লাখ ৮০ হাজার টাকা দিয়েছিলাম। চার মাস হয়ে গেলেও সে আমার টাকা পরিশোধ করেনি। টাকা চাইলেই বিভিন্ন অজুহাত দেখায়। তাই আমার পাওনা টাকা না পাওয়ায় তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছি। তবে তার ওপর কোনো শারীরিক নির্যাতন চালানো হয়নি।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, ঘটনাটি শোনার পর আমরা ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় এনেছি। এ সময় তিনজনকে আটক করা হয়। ভুক্তভোগী তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ভুক্তভোগী যেহেতু টাকা পয়সা আত্মসাৎ করেছে, তাই অভিযুক্তরা চাইলে তার বিরুদ্ধে মামলা করতে পারবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho