প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ৭:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২২, ৪:৪৬ পি.এম
পাংশায় সাংবাদিকদের মানববন্ধন

রাজবাড়ীর পাংশায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালান করেছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল এগারোটায় উপজেলার মালেক প্লাজার সামনে পাংশা প্রেসক্লাব,জেলা রিপোর্টার্স ক্লাব ও রাজবাড়ী জেলা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পাংশা প্রেসক্লাব সভাপতি এস,এম,রাসেল কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, জেলা প্রেসক্লাবের সধারণ সম্পাদক শৌমিত্র শীল, পাংশার সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, চ্যানেল 24 এর জেলা প্রতিনিধি সুমন বিশ্বাস, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মেহেদী হাসান, আমাদের সময়ের জেলা প্রতিনিধি সোহেল রানা, সিনিয়র সাংবাদিক এম এ জিন্নাহ, যায়যায়দিনের কালুখালী প্রতিনিধি ফজলুল হক সহ জেলা উপজেলা পর্যায়ের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের নানা ভাবে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মিথ্যা মামলায় জরানো হচ্ছে। হয়রানি করা হচ্ছে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে। অনুসন্ধানী সাংবাদিকদের এই আইন দিয়ে বেধে রাখা হচ্ছে। তাই দ্রুত এই কালো আইন বাতিলের দাবি জানান তারা।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho