বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় পাট সোলার আদর কদরের কমতি নেই

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাট সোলার আদর কদরের কমতি নেই৷ গ্রামীণ বসতিদের কাছে ছাড়াও শহরের বাসিন্দাদের কাছে জ্ঝালানী আর ঘরের বেড়ায় পাট সোলার বেশ চাহিদা রয়েছে ৷ এখন একশো হাতা ( মুঠো ) পাট সোলা সাড়ে চারশো থেকে পাচশো টাকায় কেনাবেচা হচ্ছে ৷ কৃষকেরা কাটা পাট জাগ দেওয়ার পনেরো থেকে বিশ দিন পর তা ধোয়ার ( আঁশ ছাড়ানো ) উপযোগী হয় ৷ এরপর ধোয়া পাট আর পাট সোলা রোদে শুকানোর পর তা বাড়ীতে মজুদ রাখা হয়ে থাকে ৷ আগের দিনে গ্রামের বসতি প্রায় সব পরিবারেই পাট সোলা দিয়ে বসতঘরের বেড়া দেওয়া হতো ৷ এখন পাট সোলা জ্বালানী কাজে বেশী ব্যবহার করা হয়ে থাকে ৷
উপজেলার পূর্বদেলুয়া এলাকায় নদী পাড়ে শত শত হাতা পাট সোলা রোদে শুকাতে দেওয়া হয়েছে ৷ এর মালিক কৃষক আঃ রহমানের বক্তব্যে নিজ আবাদের পাট সোলা রোদে শুকানোর পর তা মজুদ করে রাখবেন ৷ এর মধ্যে এক হাতা পাচ টাকা দরে বেশ কিছু পরিমাণ বিক্রি করেছেন বলে জানানো হয় ৷

উল্লাপাড়ায় পাট সোলার আদর কদরের কমতি নেই

প্রকাশের সময় : ০৫:৪৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাট সোলার আদর কদরের কমতি নেই৷ গ্রামীণ বসতিদের কাছে ছাড়াও শহরের বাসিন্দাদের কাছে জ্ঝালানী আর ঘরের বেড়ায় পাট সোলার বেশ চাহিদা রয়েছে ৷ এখন একশো হাতা ( মুঠো ) পাট সোলা সাড়ে চারশো থেকে পাচশো টাকায় কেনাবেচা হচ্ছে ৷ কৃষকেরা কাটা পাট জাগ দেওয়ার পনেরো থেকে বিশ দিন পর তা ধোয়ার ( আঁশ ছাড়ানো ) উপযোগী হয় ৷ এরপর ধোয়া পাট আর পাট সোলা রোদে শুকানোর পর তা বাড়ীতে মজুদ রাখা হয়ে থাকে ৷ আগের দিনে গ্রামের বসতি প্রায় সব পরিবারেই পাট সোলা দিয়ে বসতঘরের বেড়া দেওয়া হতো ৷ এখন পাট সোলা জ্বালানী কাজে বেশী ব্যবহার করা হয়ে থাকে ৷
উপজেলার পূর্বদেলুয়া এলাকায় নদী পাড়ে শত শত হাতা পাট সোলা রোদে শুকাতে দেওয়া হয়েছে ৷ এর মালিক কৃষক আঃ রহমানের বক্তব্যে নিজ আবাদের পাট সোলা রোদে শুকানোর পর তা মজুদ করে রাখবেন ৷ এর মধ্যে এক হাতা পাচ টাকা দরে বেশ কিছু পরিমাণ বিক্রি করেছেন বলে জানানো হয় ৷