
পূর্ব সুন্দরবনের শ্যালারচর এলাকা থেকে বনরক্ষীরা মঙ্গলবার দুপুরে দুই ট্রলারসহ ৮ জেলেকে আটক করেছে। আটক জেলেরা অবৈধভাবে মাছ ধরছিলো বলে জানা গেছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, শ্যালারচর ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে নিয়মিত টহল কালে সুন্দরবনের ফুসফুসেচর নামক স্থানের খালে দুটি ট্রলারকে মাছ ধরতে দেখে এগিয়ে যায়। ট্রলারে মাছ ধরার বৈধ কোন পাস (অনুমতি পত্র ) না থাকায় বনরক্ষীরা ৮ জেলেসহ ট্রলার দুটি আটক করে শ্যালারচর টহল ফাঁড়িতে নিয়ে যায়। আটক জেলেরা হচ্ছে, এসাহাক, আসাদুল, নেসারুল, জাহিদুল, বেল্লাল জোমাদ্দার,নাছির মৃধা, হাবিব পহলান ও জসিম। এদের বাড়ি বরগুনার তালতলী উপজেলার বিভিন্ন গ্রামে বলে বনরক্ষীরা জানান।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হামিদুল ইসলাম মোবাইল ফোনে জানান, ফুসফুসেচর এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় আটক জেলেদের বিরুদ্বে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho