প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ১২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২২, ৫:৫৫ পি.এম
দুই সন্তানের জননীকে হত্যার চেষ্টা, স্বামী আটক

বরগুনার তালতলীতে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের এক পর্যায় অপ্সান হয়ে পড়লে গামছা দিয়ে গলা বেঁধে হত্যা চেষ্টা চালায়। এ ঘঁনায় যৌতুকলোভী স্বামী সেন্টুকে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ সেপ্টেম্বর) উপজেলার সকিনা এলাকায় এ ঘঁনা ঘটে।
জানা গেছে, যৌতুকের দাবীতে ২সন্তানের জননী সুমাইয়াকে নির্যাতনের এক পর্যায় অপ্সান হয়ে পরলে হত্যা চেষ্টা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশের সহায়তায় ওই গৃহবধুকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার জানান, বুধবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। নাক ও মুখ দিয়ে রক্ত ঝড়ছে। ব্লাড নিয়ন্ত্রনের জন্য ওয়াস চলছে। তবে তার অবস্থা আশংকা জনক।
উল্লেখ্য, উপজেলার সকিনা এলাকার নুরদারাজ হাওলাদারের পুত্র সেন্টু মিয়া (২৬) ২০১৭ সালে পার্শ্ববতর্ী মহিপুর থানার সুধিরপুর গ্রামের নুরসায়েদ খানের মেয়ে সুমাইয়াকে বিবাহ করেন। বিবাহের পর ২বছর যেতে না যেতেই মোটা অংকের যৌতুকের জন্য সুমাইয়াকে বিভিন্ন ভাবে শারিরিক নির্যাতন করে আসছে। নির্যাতনের এক পর্যায় স্বামী সেন্টু সুমাইয়ার শরীরের বিভিন্ন অংগে খুন্তি ছ্যাক্যা দেয়। স্বামীর এ অমানুষিক নির্যাতন সইতে না পেরে তখন সুমাইয়া পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এশটি নারী নির্যাতন মামলা দায়ের করেন। ওই মামলায় সেন্টু প্রায় ৯ মাস পালিয়ে থাকার পর গত ২০ আগস্ট-২২ আদালতে সইবন দিয়ে সুমাইয়াকে বাড়ী আনে।
তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, গৃহবধু সুমাইয়াকে অপ্সান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় স্বামী সেন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে এষনও কেহ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho