
সুন্দরবনের ডুমুরিয়া এলাকায় বুধবার দুপুরে বিষ দিয়ে মাছ ধরার সময় বনরক্ষীরা বিষের বোতলসহ তিনজনকে আটক করেছে। এসময় একটি ট্রলার জব্দ করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ডুমুরিয়া ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহলকালে সুন্দরবনের মান্দারগাছিয়া খালে একটি ট্রলার দেখতে পেয়ে এগিয়ে গিয়ে তিন ব্যক্তিকে খালে বিষ দিয়ে মাছ ধরা অবস্থায় ধরে ফেলেন।
আটকৃতরা হচ্ছে- শাহজালাল খা (২৮), নিরু হাওলাদার (৩৫) ও আরিফ হাওলাদার (২০) এদের বাড়ী মঠবাড়ীয়ার ভাইজোড়া গ্রামে। এসময় বনরক্ষীরা একটি ট্রলার ও তিন বোতল কীটনাশক জব্দ করেন।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন জানান, ডুমুরিয়া টহল ফাঁড়িতে কীটনাশকসহ আটক তিন ব্যক্তিকে নিয়ে আসার জন্য বগী ফরেষ্ট ষ্টেশন থেকে লোকবল ও ট্রলার পাঠানো হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বনমামলা দিয়ে আদালতে চালান করা হবে বলে ষ্টেশন কর্মকর্তা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho