বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

খড়মা কাটাখালী গ্রাম থেকে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার 

বাগেরহাট মোংলা উপজেলায় ৫ নং সুন্দরবন ইউনিয়নে খড়মা কাটাখালী গ্রামে একটি বাড়ি থেকে ১৫ ফুট লম্বা ২৭ কেজি ওজনের একটি পুরুষ অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সকাল ৭ টায় মোংলা উপজেলার ৫নং সুন্দরবন ইউনিয়নের খড়মা কাটাখালী গ্রামের রুহুল আমিন হাওলাদারের খামার  বাড়ি থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।বাড়ির মালিক জানায়,সাপটি বাড়ির ভিতরে মুরগির ঘর ও গরুর ঘরের সাথে দেখতে পাই এবং মুরগীর খোপের ভিতর ৩ টি মুরগী ও ২ হাস খতি করে তাৎক্ষণিক বাঘবন্ধু ও ওয়ার্ল্ডটিমকে খবরটি জানাই সুন্দরবনের বাঘবন্ধুর সেচ্ছাসেবক মারুফ বাবু বিষয়টি জিউধরা স্টেশন কর্মকর্তা মোঃ শাহাজাহান মোক্তাদিরকে জানায় তিনি সহ কাটাখালী টহল ফাড়ী স্টাফবৃন্দ নিয়ে ওই গ্রামে আজকে সকালে উপস্থিত হন এবং সাপটি উদ্ধার করেন এবং ওই সাপটি অনেক কুচক্র মহল মেরে ফেলার চেষ্টা করেন কিন্তুু কোন ক্ষয়ক্ষতি ছারাই সাপটি উদ্ধার করে নিয়ে আসেন।পরে বড়ইতলা টহল ফাড়ীতে সাপটি অবমুক্ত করেন।
এ বিষয়ে পূর্ব সুন্দরবনের জিউধরা ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদির বলেন,খবর পেয়ে আমি অজগর সাপটি উদ্ধার করার জন্য রওনা দেই,সকাল ৭ টায় পৌঁছাই আমরা বাড়ির মালিকের সহযোগিতায় সাপটিকে বাড়ি থেকে উদ্ধার করি সুন্দরবন আমাদের মায়ের মতন ও সুন্দরবন রক্ষা করা এটা আমাদের সবার দায়িত্ব,বর্তমানে পানির প্রচান্ড চাপ সুন্দরবন থেকে সাপ বেশে আসতে পারে ও খাবারের সন্ধানেও আসতে পারে কিন্তুু আপনারা কোন ক্ষতি করবেন না,দেখা মাত্র আমাদের বলবেন আমরা ফরেষ্ট বিভাগ ও আমাদের সেচ্ছাসেবক আছে তারা দ্রুত উদ্ধার করার চেষ্টা করবো।
উদ্ধার করা অজগর  সাপটি চাঁদপাই রেন্জ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের নির্দেশক্রমে, বড়ইতলা টহল ফাড়ীর বনের ভিতরে অবমুক্ত করা হয় এসময় উপস্থিত ছিলেন,জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মোক্তাদির,কাটাখালী টহল ফাড়ী অসি মোঃ নজরুল ইসলাম বড়ইতালা স্টাফ বৃন্দ,ওয়াইল্ডটিম,বিটিআরটি,বাঘবন্ধু,সিপিজি,স্থানীয় প্রতিনিধি সহ আরও অনেকে।

খড়মা কাটাখালী গ্রাম থেকে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার 

প্রকাশের সময় : ০৪:৩৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
বাগেরহাট মোংলা উপজেলায় ৫ নং সুন্দরবন ইউনিয়নে খড়মা কাটাখালী গ্রামে একটি বাড়ি থেকে ১৫ ফুট লম্বা ২৭ কেজি ওজনের একটি পুরুষ অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সকাল ৭ টায় মোংলা উপজেলার ৫নং সুন্দরবন ইউনিয়নের খড়মা কাটাখালী গ্রামের রুহুল আমিন হাওলাদারের খামার  বাড়ি থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।বাড়ির মালিক জানায়,সাপটি বাড়ির ভিতরে মুরগির ঘর ও গরুর ঘরের সাথে দেখতে পাই এবং মুরগীর খোপের ভিতর ৩ টি মুরগী ও ২ হাস খতি করে তাৎক্ষণিক বাঘবন্ধু ও ওয়ার্ল্ডটিমকে খবরটি জানাই সুন্দরবনের বাঘবন্ধুর সেচ্ছাসেবক মারুফ বাবু বিষয়টি জিউধরা স্টেশন কর্মকর্তা মোঃ শাহাজাহান মোক্তাদিরকে জানায় তিনি সহ কাটাখালী টহল ফাড়ী স্টাফবৃন্দ নিয়ে ওই গ্রামে আজকে সকালে উপস্থিত হন এবং সাপটি উদ্ধার করেন এবং ওই সাপটি অনেক কুচক্র মহল মেরে ফেলার চেষ্টা করেন কিন্তুু কোন ক্ষয়ক্ষতি ছারাই সাপটি উদ্ধার করে নিয়ে আসেন।পরে বড়ইতলা টহল ফাড়ীতে সাপটি অবমুক্ত করেন।
এ বিষয়ে পূর্ব সুন্দরবনের জিউধরা ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদির বলেন,খবর পেয়ে আমি অজগর সাপটি উদ্ধার করার জন্য রওনা দেই,সকাল ৭ টায় পৌঁছাই আমরা বাড়ির মালিকের সহযোগিতায় সাপটিকে বাড়ি থেকে উদ্ধার করি সুন্দরবন আমাদের মায়ের মতন ও সুন্দরবন রক্ষা করা এটা আমাদের সবার দায়িত্ব,বর্তমানে পানির প্রচান্ড চাপ সুন্দরবন থেকে সাপ বেশে আসতে পারে ও খাবারের সন্ধানেও আসতে পারে কিন্তুু আপনারা কোন ক্ষতি করবেন না,দেখা মাত্র আমাদের বলবেন আমরা ফরেষ্ট বিভাগ ও আমাদের সেচ্ছাসেবক আছে তারা দ্রুত উদ্ধার করার চেষ্টা করবো।
উদ্ধার করা অজগর  সাপটি চাঁদপাই রেন্জ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের নির্দেশক্রমে, বড়ইতলা টহল ফাড়ীর বনের ভিতরে অবমুক্ত করা হয় এসময় উপস্থিত ছিলেন,জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মোক্তাদির,কাটাখালী টহল ফাড়ী অসি মোঃ নজরুল ইসলাম বড়ইতালা স্টাফ বৃন্দ,ওয়াইল্ডটিম,বিটিআরটি,বাঘবন্ধু,সিপিজি,স্থানীয় প্রতিনিধি সহ আরও অনেকে।