প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ৫:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২২, ৯:৪৪ পি.এম
রাজবাড়ীতে যুবককে গুলি করে হত্যা

রাজবাড়ীতে আরিফুল ইসলাম রকি (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার খানখানাপুর সুরাজ মেহিনী ইনস্টিটিউট সংলগ্ন মীর্জা ফয়সালের কফি শপের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রকি খানখানাপুর ইউনিয়নের সরদার পাড়া এলাকার আব্দুর রাজ্জাক শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী কফি শপের মালিক মীর্জা ফয়সাল জানান,
সন্ধ্যা ৬ টার কিছুক্ষণ আগে রকিসহ ৫-৬ জন তার দোকানের সামনে এসে চেয়ারে বসে কফির অর্ডার করেন। এর কিছুক্ষণ পর তিনি ৪-৫ টা গুলির শব্দ শোনেন। তিনি দোকান থেকে বের হয়ে দেখেন দু'টি মোটরসাইকেলে ৪ জন হেলমেট পড়া ব্যক্তি রকিকে গুলি করে চলে যাচ্ছে। তিনি রকির কাছে গিয়ে দেখেন রকির বাম পাশের ঘাড়ে দু'টি গুলি বিদ্ধ হয়েছে। এতে ঘটনাস্থলেই রকি মারা যায়।
রকির বাবা আব্দুর রাজ্জাক শেখ জানান, তার ছেলে পোল্ট্রি ফার্মের ব্যবসা করে। স্থানীয় শামীমসহ কয়েকজন যুবকের সঙ্গে তার ছেলের ৬ মাস আগে থেকে বিরোধ চলছিল। এর আগেও শামীমসহ ওই যুবকেরা তার বাড়িতে হামলা চালিয়ে তার ছেলেসহ পরিবারের সদস্যদের মারধর করে। সেই বিরোধের জের ধরেই শামীম তার দলবল নিয়ে তার ছেলেকে গুলি করে হত্যা করেছে বলে দাবি তার।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ শাহাদত হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ৪ টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho