Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১রবিবার , ১১ সেপ্টেম্বর ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

তিস্তা চুক্তির কথা তাদের মুখে মানায় না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১১, ২০২২ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ করে বলেছেন, যে দলের নেত্রী ভারত সফরে গিয়ে তিস্তা চুক্তির বিষয় ভুলে যায়, তাদের মুখে তিস্তা চুক্তি না হওয়ার বিষয়ে কথা বলা মানায় না।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, তিস্তা চুক্তি নিয়ে দুই দেশের সরকারের আলোচনা চলছে। এ চুক্তির জন্য প্রয়োজন রাজ্য সরকারের অনুমোদন। তা এখনো পাওয়া যায়নি।

এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর সফল ও অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এরমধ্যে অন্যতম সফলতা হচ্ছে ভারতের স্থলভাগ ব্যবহার করে অন্য তৃতীয় দেশে বিনা শুল্কে পণ্য রফতানি করা।

মন্ত্রী বলেন, বহুদিন ধরে আলাপ-আলোচনার পর এই সফরে এটি বাস্তবায়ন হয়েছে। এতে করে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে নেপাল-ভুটান তাদের পণ্য আমদানি-রফতানি করতে পারবে। এটি একটি বড় অর্জন।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারতে সফরে জনগণের প্রত্যাশা পূরণ হলেও বিএনপির মন খারাপ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।