Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১রবিবার , ১১ সেপ্টেম্বর ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

উত্তাল সাগর, নিরাপদ আশ্রয়ে অর্ধশতাধিক ফিশিংবোট

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

দুর্যোগপূর্ণ আবহাওয়ায়  বঙ্গোপসাগর উত্তাল। পূর্ণিমার জোয়ারে রবিবার দুপুরে প্লাবিত হয়েছে দুবলারচরে সুন্দরবন।তিন ধরে সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয়ে রয়েছে অর্ধশতাধিক ফিশিংবোট । আবহাওয়া দপ্তর জারী রেখেছে  ৩ নম্বর সতর্ক সংকেত ।
দুবলারচরের ভেদাখালী  খাল থেকে পিরোজপুরের পাড়েরহাট এলাকার  ফিশিংবোট “এফবি কারিমা” এর মাঝি  মোঃ দারুসসালাম রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে   মোবাইল ফোনে জানান, সাগরে বৈরী আবহাওয়ার কারণে গত তিন দিন ধরে তারা দুবলার ভেদাখালী খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।  ঝড়ো বাতাস ও বৃষ্টিতে সাগরে বড় বড় ঢেউ হচ্ছে  বলে তিনি জানিয়েছেন।
দুবলা ফিসারমেন গ্রুপের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান শামীম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে মাছ ধরতে না পেরে অর্ধশতাধিক  ফিশিংবোট  সুন্দরবনের দুবলার ভেদাখালী, মানিকখালী, মেহেরআলীখালসহ বিভিন্ন খালে তিন দিন ধরে  নিরাপদ আশ্রয়ে রয়েছে।
পূর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার মুঠোফোনে বলেন, পূর্ণিমার জোয়ারে সাগরের পানি ৩ ফুট উচ্চতায় দুবলারচরের সুন্দরবন প্লাবিত হয়েছে আবার ভাটার টানে পানি নেমে গেছে।  এখনো অনেক  ফিশিংবোট দুবলার ভেদাখালী  খালে নিরাপদ আশ্রয়ে রয়েছে  বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।