
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে টানা দুদিনের বর্ষণে শরণখোলায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন । জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বেরিবাধের বাইরের বাড়ীঘর। অপরদিকে সাগর উত্তাল থাকায় সাগরে মাছ ধরা বন্ধ রেখে নিরাপদ আশ্রয়ে রয়েছে কয়েকশ ফিশিংবোট।
গত দুইদিন ধরে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে অব্যাহত বৃষ্টিপাতে জনজীবন থমকে গেছে। নিত্যখেটে খাওয়া দিনমজুর মানুষেরা ঘর থেকে বের হতে পারেনি। স্কুল কলেজে শিক্ষার্থীর উপস্থিতি কম হয়েছে। উপজেলার ওয়াপদা বেরিবাঁধের বাইরে বগী, তেরাবাকা, খুড়িয়াখালী, শরণখোলা, পানিরঘাট, সোনাতলা ও ঢালিরঘোপ এলাকার সহস্রাধিক বাড়ীঘর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
দুবলা ফিসারমেন গ্রুপের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান শামিম জানান, বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় জেলেরা মাছ ধরা বন্ধ রেখে কয়েকশ ফিশিংবোট পাড়েরহাট, ইন্দুরকানি, শরণখোলা ও পাথরঘাটাসহ বিভিন্ন ঘাটে এবং কিছুবোট সুন্দরবনে নিরাপদ আশ্রয়ে রয়েছে
পূর্ব সুন্দরবনের দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার জানান, পূর্ণীমার প্রভাবে স্বাভাবিক সময়ের তুলনায় সাগরের ৩/৪ ফুট উচ্চতার জোয়ারের পানিতে সুন্দরবন প্লাবিত হয়েছে। বণ্যপ্রাণীর কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho