Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

টানা বৃষ্টিতে সাভারের রাস্তার বেহাল দশা, চলাচলে দুর্ভোগ

আতিকুল ইসলাম আজাদুল, স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৩, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সাভার পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লার রাস্তা ঘাট ভাঙাচুড়া ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ব্যাপক জলাবন্ধতা দেখা দিয়েছে।

এছাড়া জনগণের দুর্ভোগের লাগবে যে পৌরসভা কাজ করবে সেই পৌরসভার আঙ্গিনায়ও ব্যাপক জলাবন্ধতা দেখা দিয়েছে। জলাবন্ধতার পানি প্রবাহের বিভিন্ন খাল দখল হয়ে যাওয়ার ফলে শ্রমিক কলোনাীসহ বিভিন্ন ঘর বাড়ি এখন পানির নিচে। এতে করে গার্মেন্টস শ্রমিকসহ কয়েক লক্ষ মানুষ পানি বন্দি হয়ে জীবন যাপন করছেন। বৃষ্টির পানিতে বিভিন্ন পোশাক কারখানার ময়লা মিশ্রিত পানি মিশে যাওয়ার শিশু, বয়স্ক ব্যক্তিসহ নানা মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এতে করে জনদুর্ভোগ চরমে উঠেছে।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, সাভার ও আশুলিয়ায় টানা কয়েক দিনের বৃষ্টিতে বিভিন্ন বাড়ি ঘর তলিয়ে গেছে। এতে করে চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে বাড়ি ঘরে থাকা লোকজন। পানি প্রবাহের খাল গুলো প্রভাবশালী ব্যক্তিরা দখল করার ফলে এই জলাবন্ধতা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এদিকে, টানা বৃষ্টিতে ঢাকা-আরিচা মহাসড়ক, বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের বিভিন্ন স্থানে খানা-খন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে বিভিন্ন সড়ক দুর্ঘটনার পাশাপাশি মানুষজন আহত হচ্ছেন সিএনবি,আশুলিয়া ও বিশমাইল জিরাবো সড়কেও ব্যাপক জলাবন্ধতা দেখা দিয়েছে। সড়ক ব্যবহারকারীরা পড়েছেন চরম দুর্ভোগে। পানি গিয়ে বিকল হয়ে পরছে যানবাহন। অনেক সড়কের বৃষ্টির পানি অপসারন না হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সাভার পৌর এলাকার ড্রেনে নির্মান সামগ্রী ও ময়লা-আবর্জনা ফেলার কারণে ড্রেন বন্ধ থাকে। যার ফলে বৃষ্টির পানি অপসারন হচ্ছেনা বলেও জানান এলাকাবাসী।
তবে দ্রুত সাভার পৌর এলাকার জলাবন্ধতা দুর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাভার পৌর মেয়র আব্দুল গণি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।