
লালমিনরহাট জেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়ায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় দ্বিতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন।
বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্ব) সন্ধ্যায় লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মঞ্জুরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন বলে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত সময় পর্যম্ত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অন্য কোন প্রার্থী মনোনয়ন জমা না দেয়ায় এ্যাড. মতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন।
জেলা নির্বাচন অফিস সু্ত্রে জানা গেছ,জেলা পরিষদ চেয়ারম্যান পদে ১জন,সদস্য পদে ২২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
অ্যাড. মো. মতিয়ার রহমান প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে গত ২০১১ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০১৬ সালের ৩০ ডিসেম্বর ও ২০১৭ সালের ৬ জানুয়ারি থেকে ২০২২ সালের ২৫ এপ্রিল থেকে এখন পর্যন্ত লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত রয়েছেন।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho