Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শুক্রবার , ১৬ সেপ্টেম্বর ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

মাছের ঘের থেকে ৬ ফুট লম্বা অজগর উদ্ধার

মারুফ বাবু, মোংলা (বাগেরহাট)
সেপ্টেম্বর ১৬, ২০২২ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট মোংলা উপজেলায় ৫ নং সুন্দরবন ইউনিয়নে হোগলাবুনিয়া গ্রামের একটি মাছের ঘেরের বেড়ি থেকে ৬ ফুট লম্বা ০২ কেজি ওজনের একটি অজগর সাপের বাচ্চা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে  মোংলা উপজেলার ৫নং সুন্দরবন ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের মারুফ হাওলাদারেরল মাছের ঘের থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।ঘেরের মালিক জানায়,সাপটি আমার ঘেরের পাহারাদার দিদার মোল্লা ও রমজান শেখ দেখতে পায় বাঘবন্ধু সদস্য মোঃ মারুফ বাবু স্থানে এসে সাপটি উদ্ধার করে নিজ হেফাজতে রাখেন তাৎখনিক জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদীরকে মোবাইল ফোনে সুন্দরবনের বাঘবন্ধুর সেচ্ছাসেবক বিষয়টি জানালে… তিনি স্টাফবৃন্দ নিয়ে ওই গ্রামে শুক্রবার সকালে উপস্থিত হন এবং সাপটি উদ্ধার করেন এবং কোন ক্ষয়ক্ষতি ছারাই সাপটি উদ্ধার করে নিয়ে আসেন।পরে কাটাখালী টহল ফাড়ীতে সাপটি অবমুক্ত করেন।এ বিষয়ে পূর্ব সুন্দরবনের জিউধরা ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদির বলেন,খবর পেয়ে আমি অজগর সাপটি উদ্ধার করার জন্য সকালে রওনা দেই,সকাল ৭ টায় পৌঁছাই আমরা ঘেরের মালিকের সহযোগিতায় সাপটিকে ঘের থেকে উদ্ধার করি,সুন্দরবন রক্ষা করা এটা আমাদের সবার দায়িত্ব,বর্তমানে বৃষ্টি হওয়ায় পানির প্রচান্ড চাপ সুন্দরবন থেকে সাপ বেশে আসতে পারে ও খাবারের সন্ধানেও আসতে পারে কিন্তুু আপনারা কোন ক্ষতি করবেন না,দেখা মাত্র আমাদের বলবেন আমরা ফরেষ্ট বিভাগ ও আমাদের সেচ্ছাসেবক আছে তারা দ্রুত উদ্ধার করার চেষ্টা করবো।
উদ্ধার করা অজগর সাপটি চাঁদপাই রেন্জ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের নির্দেশক্রমে কাটাখালী টহল ফাড়ীর বনের ভিতরে অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মোক্তাদির,কাটাখালী টহল ফাড়ীর অসি মোঃ নজরুল ইসলাম সহ তার স্টাফবৃন্দ চাঁদপাই সহ-ব্যাবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ মোঃ আল-আমিন মোছাল্লি,বিটিআরটি সদস্য মোঃ ফোরকান, বাঘবন্ধু সদস্য মোঃ মারুফ বাবু,সিপিজি সদস্য মোঃ ইমরান মোছাল্লি সহ এলাকার আরও অনেকে।

বার্তা /এন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।