
পাঁচ দিনে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার বঙ্গোপসাগরে ভোলার মনপুরার জেলেদের একটি ট্রলারে ধরা পড়ল ১৩০ মণ ইলিশ মাছ। গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এসব মাছ উপজেলার চেয়ারম্যানঘাটে নিলামে ২৪ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
মাত্র পাঁচ দিনে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় ট্রলারের মালিক, সারেংসহ জেলেরা মহাখুশি। পরে স্থানীয় মেঘনা ফিশিং এজেন্সি এগুলো কিনে নেয়।
জেলে পিয়াস জানান, পাঁচ দিন আগে ‘মা আয়েশা-২’ নামে একটি মাছ ধরার ট্রলারে ২১ জন জেলে ভোলার মনপুরা থেকে মাছ ধরতে সাগরে যায়। এসময় তারা ১৩০ মণ ইলিশ ধরে, যার অধিকাংশই আকারে বেশ বড়।
মেঘনা ফিশিং এজেন্সির ম্যানেজার মো. হাবিব ভূঁইয়া বলেন, শুক্রবার সকালের দিকে জহির মাঝি ১৩০ মণ ইলিশ মাছ নিয়ে চেয়ারম্যান ঘাটে আসে। নিলামে ২৪ লাখ ৭০ হাজার টাকা মাছ গুলো বিক্রি হয়। এবার জেলেরা ভালো দাম পাচ্ছেন বলেও তিনি জানান।
চেয়ারম্যানঘাটের একাধিক জেলের সাথে কথা বলে জানা গেছে, আগামী কিছুদিন সাগরে জেলেদের জালে বেশি পরিমাণে ইলিশ মাছ ধরা পড়বে। এছাড়া নদীতেও আগের চেয়ে বেশি ইলিশ মিলছে।
এদিকে ৭ অক্টোবর থেকে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এর আগে, গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন গভীর সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ ছিল। এর সুফল হিসেবে এখন সাগরে অধিক পরিমাণ মাছ ধরা পড়ছে।
সরকারি নিষেধাজ্ঞা মেনে চললে ভবিষ্যতে জেলেদের জালে আরও বেশি বেশি ইলিশসহ বিভিন্ন মাছ ধরা পড়বে বলে আশা করছেন জেলেরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho