Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শনিবার , ১৭ সেপ্টেম্বর ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

‘মানিকে মাগে হিতে’ গানে ঝড় তুললেন নোরা

বিনোদন ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সিংহলি গান ‘মানিকে মাগে হিথে’-র হিন্দি ভার্সনের গানটি সম্প্রতি টি সিরিজ ইউটিউবে প্রকাশ করেছে। নতুন ছবি ‘থ্যাঙ্ক গড’- এর এই গানের তালে ঝড় তুলেছেন বলিউডের ‘গরমি গার্ল’ খ্যাত নোরা ফাতেহি।

নেট দুনিয়ায় নতুন এই গানটি প্রকাশ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই এর ভিউ সংখ্যা দাঁড়িয়েছে দেড় কোটিরও বেশি বার।

ইন্টারনেটে ভাইরাল হওয়া সিংহলি ভাষায় ‘মানিকে মাগে হিথে’গানটির গায়িকা শ্রীলঙ্কার শিল্পী ইয়োহানি ডি সিলভা। তিনি তার গাওয়া গানটিকেই আবার হিন্দি ভার্সনে গাওয়ার মাধ্যমে বলিউড ইন্ড্রাস্ট্রিতে পা রেখেছেন। যা ছিল ‘থ্যাঙ্ক গড’ ছবিটির নতুন চমক।

গত বছরের ভাইরাল গানটিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হওয়ায় বেশ ভালোভাবেই তা গ্রহণ করেছে দর্শকরা। ছবির গানের ভিডিওতে নোরার সঙ্গে নেচেছেন সিদ্ধার্থ মালহোত্রাও। হিন্দি ভার্সনে গাওয়া এই গানটির কথা ‘ হায় এই মেরি আখে, রাতভর করে বাতে তেরি’।

তনিষ্ক বাগচীর পরিচালনায় জনপ্রিয় এই গানটি হিন্দি ভাষায় দেখা যাবে অজয় দেবগনের বিতর্কিত ‘থ্যাঙ্ক গড’ মুভিটিতে। ছবিটি আগামী ২৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।