বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় ২৭টি মন্ডপে প্রতিমা তৈরী করছে পাল বংশের কারিগর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বংশ পরম্পরায় দূর্গাপূজার প্রতিমা তৈরী করে আসছেন প্রদীপ চন্দ্র পালের পরিবার৷ পৌর এলাকার ঘোষগাঁতী মহল্লার প্রদীপ চন্দ্র পালের পরিবার এবারের বিভিন্ন এলাকার দূর্গাপূজার ২৭ টি মন্ডপের প্রতিমা তৈরী করছেন বলে জানানো হয়৷

ঘোষগাঁতীর প্রদীপ চন্দ্র পালের বাড়ীতে সরেজমিনে গিয়ে দেখা গেছে ঘরের ভেতর ও বাড়ীর উঠোন আঙ্গিনায় প্রতিমা তৈরীর কাজ করা হচ্ছে৷ বংশ পরম্পরায় দূর্গাপূজার প্রতিমা তৈরীর কাজ করে আসছেন প্রদীপ চন্দ্র পালের পরিবার৷ তার পূর্ব পুরুষেরা দূর্গাপূজার প্রতিমা তৈরীর কাজ করেছেন৷ বংশীয় পেশায় তারা এখন করছেন৷ প্রতিমা তৈরীতে পরিবারের পুরুষদের পাশাপাশি নারীরাও কাজ করেন৷ এ পরিবারের মেয়ে স্বর্ণা পাল স্থানীয় কলেজে পড়ালেখা করছে৷ তাকে ঘরের ভেতর তৈরী করে রাখা প্রতিমায় রংয়ের কাজ করতে দেখা গেছে ৷ প্রতিবেদককে জানায় গত ক’বছর ধরে সে দূর্গাপূজার প্রতিমায় রংয়ের কাজ করে থাকে৷ এছাড়া প্রতিমা তৈরীতে সহযোগিতা করে৷
উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত ঘোষ বলেন গোটা উপজেলায় এবারে ৯৫ টি মন্ডপে দুর্গাপূজা হবে৷এর মধ্যে পৌরসভা এলাকায় ৩০ টি মন্ডপে দুর্গাপূজা হবে৷

জনপ্রিয়

উল্লাপাড়ায় ২৭টি মন্ডপে প্রতিমা তৈরী করছে পাল বংশের কারিগর

প্রকাশের সময় : ০৬:১২:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বংশ পরম্পরায় দূর্গাপূজার প্রতিমা তৈরী করে আসছেন প্রদীপ চন্দ্র পালের পরিবার৷ পৌর এলাকার ঘোষগাঁতী মহল্লার প্রদীপ চন্দ্র পালের পরিবার এবারের বিভিন্ন এলাকার দূর্গাপূজার ২৭ টি মন্ডপের প্রতিমা তৈরী করছেন বলে জানানো হয়৷

ঘোষগাঁতীর প্রদীপ চন্দ্র পালের বাড়ীতে সরেজমিনে গিয়ে দেখা গেছে ঘরের ভেতর ও বাড়ীর উঠোন আঙ্গিনায় প্রতিমা তৈরীর কাজ করা হচ্ছে৷ বংশ পরম্পরায় দূর্গাপূজার প্রতিমা তৈরীর কাজ করে আসছেন প্রদীপ চন্দ্র পালের পরিবার৷ তার পূর্ব পুরুষেরা দূর্গাপূজার প্রতিমা তৈরীর কাজ করেছেন৷ বংশীয় পেশায় তারা এখন করছেন৷ প্রতিমা তৈরীতে পরিবারের পুরুষদের পাশাপাশি নারীরাও কাজ করেন৷ এ পরিবারের মেয়ে স্বর্ণা পাল স্থানীয় কলেজে পড়ালেখা করছে৷ তাকে ঘরের ভেতর তৈরী করে রাখা প্রতিমায় রংয়ের কাজ করতে দেখা গেছে ৷ প্রতিবেদককে জানায় গত ক’বছর ধরে সে দূর্গাপূজার প্রতিমায় রংয়ের কাজ করে থাকে৷ এছাড়া প্রতিমা তৈরীতে সহযোগিতা করে৷
উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত ঘোষ বলেন গোটা উপজেলায় এবারে ৯৫ টি মন্ডপে দুর্গাপূজা হবে৷এর মধ্যে পৌরসভা এলাকায় ৩০ টি মন্ডপে দুর্গাপূজা হবে৷