
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বংশ পরম্পরায় দূর্গাপূজার প্রতিমা তৈরী করে আসছেন প্রদীপ চন্দ্র পালের পরিবার৷ পৌর এলাকার ঘোষগাঁতী মহল্লার প্রদীপ চন্দ্র পালের পরিবার এবারের বিভিন্ন এলাকার দূর্গাপূজার ২৭ টি মন্ডপের প্রতিমা তৈরী করছেন বলে জানানো হয়৷
ঘোষগাঁতীর প্রদীপ চন্দ্র পালের বাড়ীতে সরেজমিনে গিয়ে দেখা গেছে ঘরের ভেতর ও বাড়ীর উঠোন আঙ্গিনায় প্রতিমা তৈরীর কাজ করা হচ্ছে৷ বংশ পরম্পরায় দূর্গাপূজার প্রতিমা তৈরীর কাজ করে আসছেন প্রদীপ চন্দ্র পালের পরিবার৷ তার পূর্ব পুরুষেরা দূর্গাপূজার প্রতিমা তৈরীর কাজ করেছেন৷ বংশীয় পেশায় তারা এখন করছেন৷ প্রতিমা তৈরীতে পরিবারের পুরুষদের পাশাপাশি নারীরাও কাজ করেন৷ এ পরিবারের মেয়ে স্বর্ণা পাল স্থানীয় কলেজে পড়ালেখা করছে৷ তাকে ঘরের ভেতর তৈরী করে রাখা প্রতিমায় রংয়ের কাজ করতে দেখা গেছে ৷ প্রতিবেদককে জানায় গত ক'বছর ধরে সে দূর্গাপূজার প্রতিমায় রংয়ের কাজ করে থাকে৷ এছাড়া প্রতিমা তৈরীতে সহযোগিতা করে৷
উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত ঘোষ বলেন গোটা উপজেলায় এবারে ৯৫ টি মন্ডপে দুর্গাপূজা হবে৷এর মধ্যে পৌরসভা এলাকায় ৩০ টি মন্ডপে দুর্গাপূজা হবে৷
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho