
সাতক্ষীরায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আব্দুল আজিজের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আযম এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল আজিজ সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার এন্তাজ সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, দাবিকৃত যৌতুকের ৮০ হাজার টাকা না আনায় ১৯৯৭ সালের ২০ এপ্রিল স্ত্রী রেহেনা পারভীনকে পিটিয়ে হত্যা করেন আব্দুল আজিজ। ঘটনার পরদিন নিহতের চাচা শওকত আলী সরদার বাদী হয়ে আব্দুল আজিজ ও তার ভাই রুহুল কুদ্দুসসহ ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।
পরে ১৯৯৮ সালে আজিজ ও তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তবে আজিজের ভাই আসামি রুহুল কুদ্দুস মারা যান। মামলার বাকি আসামিরা পলাতক রয়েছেন।
১২ সাক্ষীর জেরা ও জবানবন্দি পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহরুল হায়দার বাবু জানান, দীর্ঘ ২৪ বছর পর আসামির ফাঁসির আদেশ হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho