প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ১১:২২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২২, ৯:৩৯ পি.এম
চাঁদাবাজি মামলায় স্বাক্ষী দেয়ায় বেধরক মারধর

মুন্সীগঞ্জে চাঁদাবাজি মামলার স্বাক্ষী দেয়ায় আল-আমিন নামের এক মিশুকচালককে বেধরক মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার চরাঞ্চলের আধারা ইউনিয়নের সোলারচর গ্রামে এই মারধরের ঘটনা ঘটে।
এঘটনায় গুরুতর অবস্থায় আল-আমিনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়েছে। এছাড়া একই গ্রামের সামছুন্নাহারর নামের এক নারী তার জীবনের নিরাপত্তা চেয়ে সাবেক ইউপি সদস্য ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে থানা সাধারণ ডায়রি করেছেন।
আহত আল-আমিন বলেন, সোলারচর গ্রামের সুরুজ মেম্বার গ্রুপের বিরুদ্ধে একটি মামলার স্বাক্ষী দেয়ায় শনিবার রাতে আমাকে এলোপাথারি মারধর করে আমার মাথা ফাটিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে গুরুতর আহত করে। এসময় আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আমাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। এঘটনায় সদর থানায় রবিবার সকালে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে একই গ্রুপের বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে সদর থানায় সাধারণ ডায়রি করেছে সামছুন্নাহার নামের এক নারী। তিনি জানান বিগত ৪ সেপ্টেম্বর সন্ধ্যা তার ছেলে জয়সহ ৫/৬ জনকে মারধর করে আহত করে বাড়িঘরে হামলা চালায় সুরুজ মেম্বারের লোকজন। সেই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সদর থানায় মামলা করায় তাকে মামলা তুলে নিতে প্রানন্বাশের হুমকি দিচ্ছে হামলাকারী গ্রুপটি। এ ঘটনায় চরম ভাবে আতঙ্কিত হয়ে পরেছে সামছুন্নাহার ও তার পরিবারের সদস্যরা।
তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সুরুজ মেম্বার বলেন,অভিযুক্তরা মিথ্যা অভিযোগ করে আমাকে ও আমার সর্মথকদের হয়রানি করছে।
এ্যাপারে সদর থানার এস আই সুকান্ত (তদন্তকারী) জানান, মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho