Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১সোমবার , ১৯ সেপ্টেম্বর ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের সৃষ্টি, মোংলায় থেমে থেমে বৃষ্টি

মারুফ বাবু, মোংলা(বাগেরহাট)প্রতিনিধি 
সেপ্টেম্বর ১৯, ২০২২ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ফের উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সোমবার (১৯ সেপ্টেম্বর)সকাল থেকে বৃষ্টিপাত হয়েছে মোংলায়।তবে আকাশ কখনও মেঘাচ্ছন্ন ও আবার কখনও রৌদ্রজ্জল আবওহাওয়া বিবার করছে।মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, রবিবার বিকেলে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। লঘুচাপটি পর্যবেক্ষণ করা হচ্ছে। লঘুচাপটি বাংলাদেশ থেকে অনেক দূরে আর ভারতের কাছাকাছি অবস্থান করছে।তবে এর ফলে সোমবারসহ আগামী দুই তিন দিন মোংলাসহ সংলগ্ন সাগর-সুন্দরবন উপকূলীয় এলাকায় মাঝারী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।তবে এই মুহুর্তে সর্তকতা সংকেত জারির তেমন কোন সম্ভাবনা নেই।কারণ এমন লঘুচাপ সাগরে অহরহ সৃষ্টি হয়ে থাকে, যা এমনিতে আবার নিষ্ক্রিয় হয়ে পড়ে। কোন কোনটি নিম্নচাপে রুপ নিয়ে থাকে।তবে বাংলাদেশ অংশে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত হবে বলেও জানান তিনি।
বার্তা/এন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।