Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১সোমবার , ১৯ সেপ্টেম্বর ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

সাবিনা টুর্নামেন্ট সেরা ও সর্বোচ্চ গোলদাতা

স্পোর্টস ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২২ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

সাফের নতুন রানি হয়েছে বাংলাদেশ। পরবর্তী আসরের আগ পর্যন্ত এই মুকুট থাকবে বাংলাদেশের ললাটে।

বাংলাদেশের মেয়েরা দলগত নৈপুণ্যের অপূর্ব ঝলক দেখিয়ে বাংলাদেশ অপরাজিত থেকে জিতে নিয়েছে এই মুকুট। এই মুকুট জয়ে কম-বেশি সবারই অবদান ছিল। কিন্তু একটু আলাদাভাবে নাম উল্লেখ করতে হয় অধিনায়ক সাবিনা খাতুনের। নিজে গোল করেছেন। অপরকে দিয়ে গোল করিয়েছেন। আর দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে সবাইকে অনুপ্রাণিত করে গেছেন সর্বদা। সেই সাবিনা হয়েছেন আসরের সেরা খেলোয়াড়। হয়েছেন আসরের সর্বোচ্চ গোলদাতাও। দুইটি হ্যাটট্রিকসহ তার গোল ৮টি।

দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়ের গোল সংখ্যা ঠিক তার অর্ধেক। এখানে আছেন আরও ৪ ফুটবলার। যার মাঝে বাংলাদেশের আছেন ২ জন। ফাইনালে ২ গোল করা কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্না।

সাবিনা এবার হ্যাটট্রিক করেন গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে। পরে সেমিতে ভুটানের বিপক্ষে। এই দুই দলের বিপক্ষে ৬ গোল করা ছাড়া অপর দুইটি গোল তিনি করেছিলেন মালদ্বীপের বিপক্ষে। গ্রুপ পর্বে ভারত ও ফাইনালে নেপালের বিপক্ষে তিনি কোনো গোল পাননি।

সাফের প্রতিটি আসরে বাংলাদেশর হয়ে প্রতিধিত্ব করা সাবিনা এখন পর্যন্ত এই আসরে গোল করেছেন ২৪টি। তার মোট গোলের সংখ্যা ৩১টি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।