সাফের নতুন রানি হয়েছে বাংলাদেশ। পরবর্তী আসরের আগ পর্যন্ত এই মুকুট থাকবে বাংলাদেশের ললাটে।
বাংলাদেশের মেয়েরা দলগত নৈপুণ্যের অপূর্ব ঝলক দেখিয়ে বাংলাদেশ অপরাজিত থেকে জিতে নিয়েছে এই মুকুট। এই মুকুট জয়ে কম-বেশি সবারই অবদান ছিল। কিন্তু একটু আলাদাভাবে নাম উল্লেখ করতে হয় অধিনায়ক সাবিনা খাতুনের। নিজে গোল করেছেন। অপরকে দিয়ে গোল করিয়েছেন। আর দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে সবাইকে অনুপ্রাণিত করে গেছেন সর্বদা। সেই সাবিনা হয়েছেন আসরের সেরা খেলোয়াড়। হয়েছেন আসরের সর্বোচ্চ গোলদাতাও। দুইটি হ্যাটট্রিকসহ তার গোল ৮টি।
দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়ের গোল সংখ্যা ঠিক তার অর্ধেক। এখানে আছেন আরও ৪ ফুটবলার। যার মাঝে বাংলাদেশের আছেন ২ জন। ফাইনালে ২ গোল করা কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্না।
সাবিনা এবার হ্যাটট্রিক করেন গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে। পরে সেমিতে ভুটানের বিপক্ষে। এই দুই দলের বিপক্ষে ৬ গোল করা ছাড়া অপর দুইটি গোল তিনি করেছিলেন মালদ্বীপের বিপক্ষে। গ্রুপ পর্বে ভারত ও ফাইনালে নেপালের বিপক্ষে তিনি কোনো গোল পাননি।
সাফের প্রতিটি আসরে বাংলাদেশর হয়ে প্রতিধিত্ব করা সাবিনা এখন পর্যন্ত এই আসরে গোল করেছেন ২৪টি। তার মোট গোলের সংখ্যা ৩১টি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho