প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৭, ২০২৬, ১২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২২, ৬:০৪ পি.এম
মামার ঘেরে মাছ চুরি দেখে ফেলায় পাহারাদারকে খুন করল ভাগ্নে

বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী গ্রামে মৎস্য ঘেরের পাহারাদার আব্দুর রাজ্জাক খুনের ঘটনায় জড়িত মূল আসামী আব্দুল্লাহ হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বেশরগাতী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট মডেল থানায় প্রেসব্রিফিং এর মাধ্যমে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান।
এর আগে মঙ্গলবার সকালে সদর উপজেলার কুচিবগা খাল থেকে আব্দুর রাজ্জাকের মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। নিহত ৪২ বছর বয়সী আব্দুর রাজ্জাক বিষ্ণুপুর ইউনিয়নের কোয়েখা গ্রামের রুস্তম আলী শেখের ছেলে। হত্যাকান্ডে জড়িত ২৮ বছর বয়সী আব্দুল্লাহ হাওলাদার বেশরগাতী গ্রামের মোঃ আতাহার হাওলাদারের ছেলে।
বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান জানান, সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতী গ্রামের শওকত আলী(শহর) এর মৎস্য ঘেরের পাহারাদার হিসাবে কাজ করতেন আব্দুর রাজ্জাক। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে ওই ঘেরে মাছ চুরি করতে যায় শওকত আলীর ভাগ্নে মোঃ আব্দুল্লাহ হাওলাদার। এসময় মাছ চুরি করা অবস্থায় আব্দুল্লাহকে ধরে ফেলে রাজ্জাক। পরে আব্দুল্লাহকে তার মামার কাছে নিয়ে যেতে চাইলে উত্তেজিত হয়ে আব্দুর রাজ্জাককে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ কুচিবগা খালে ফেলে দেয় আব্দুল্লাহ।
এঘটনায় নিহতের স্ত্রী জামিলা খাতুন বাদি হয়ে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছে।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho