
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আবিদ হাসান রাহাত (২২) নামে এক যুবককে কিশোরগঞ্জে গলা কেটে জবাই করে হত্যা করা হয়েছে তার আরেক চাচাতো ভাই।
বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে কিশোরগঞ্জ শহরের উকিলপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত যুবক নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের কাশিনগর আউতপাড়া গ্রামের আনোয়ারুল হকের ছেলে।হত্যাকারী জোবায়ের হোসেন (২৫) একই এলাকার শহিদুল হক খন্দকারের ছেলে। সে সম্পর্কে রাহাতের আপন চাচাতো ভাই হন।
জানা যায়, কিশোরগঞ্জ সদরের গাইটাল উকিলপাড়া আশরাফ হোসেনের বাসায় শহীদুল্লাহ'র মেয়ে জুবায়েরের বোন ভাড়াটিয়া হিসাবে বসবাস করতেন। রাহাত গাইটাল উকিলপাড়ায় জোবায়েরের বোনের বাসায় বেড়াতে আসলে সেখানে জোবায়েরের সাথে রাহাতের সাথে দ্বন্দ্বের সৃষ্টি হয়। দ্বন্দ্বের এক পর্যায়ে রাহাতকে গলায় ছুরি দিয়ে জবাই করে পালিয়ে যায় জোবায়ের। পরে স্থানীয়রা কিশোরগঞ্জ মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।
এব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হত্যাকাণ্ডের ঘটনা জানতে পারি। এবং ঘটনাস্থল থেকে রাহাত নামে ওই যুবকের মরদেহ করা হয়। এ হত্যাকাণ্ডের পিছনে অন্য কোন উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে জোবায়ের হোসেনকে আটক করতে ওই এলাকায় পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho