Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আনন্দ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) উপজেলার ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও মাসকালাই ডালের বীজ বিতরণ করা হয়েছে।

২০২২-২০২৩ অর্থবছরের খরিপ-২ মৌসুমের আওতায় মাসকালাই ডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুপুর দেড়টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে আয়োজিত বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার। এ সময় থানার অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্সসহ গণমাধ্যমকর্মী ও কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানান, ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির বাস্তবায়নের আওতায় উপজেলার সাতটি ইউনিয়নের ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এতে প্রত্যেক চাষির এক বিঘা জমির জন্য পাঁচ কেজি মাসকলাই ডালের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

বার্তা/এন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।