প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ৩:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২২, ৭:২১ পি.এম
ঝিকরগাছায় অবৈধভাবে বিক্রিকালে সার জব্দ

যশোরের ঝিকরগাছা বাজারে অবৈধভাবে সার বিক্রির সময় ১৪ বস্তা ইউরিয়া ও ১ বস্তা টিএসপি সার জব্দ করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় থানা পুলিশ এবং কৃষি কর্মকর্তাগন এসব সার জব্দ করে তাদের জিম্মায় রেখেছেন।
ঘটনার সুত্রে জানা যায়, ২৪ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১ টার সময় ঝিকরগাছা বাজারের ফুড গোডাউনের পাশে অবস্থিত বিসিআইসি'র নির্ধারিত ডিলার মুকুল ট্রেডার্স থেকে নসিমনে সার বোঝায় করে বিক্রি করা হচ্ছে দেখে স্থানীয় জনগনের সন্দেহ হয়। তারা নছিমন আটকে রেখে সাংবাদিকদের এবং প্রশাসনের কর্মকর্তাদের খবর দেন। সাংবাদিক এবং কর্মকর্তাগন হাজির হয়ে দেখতে পান একই ব্যক্তির কাছে মুকুল ট্রেডার্স ৯ বস্তা এবং মেসার্স নুরুজ্জামান খাঁন থেকে ৬ বস্তা সার বিক্রি করেছেন। যদিও সরকারি নিয়ম অনুযায়ী কোনো ডিলার চাষি বা সাব ডিলার বাদে কারো কাছে সার বিক্রি করতে পারে না। আবার নুরুজ্জামান খাঁন পৌরসভার ডিলার হয়ে ইউনিয়নের লোকের কাছে সার বিক্রি করেছেন যেটিও আইনত নিষিদ্ধ।
মুকুল ট্রেডার্স এর ম্যানেজার হারুন অর রশিদ বলেন, উক্ত ব্যক্তি চাষি হিসেবে সার কিনতে এসেছিলেন। একজন চাষির কাছে ৯ বস্তা সারের প্রয়োজনীয়তা যাচাই করে বিক্রি করেছেন কিনা তার উত্তরে তিনি বলেন, ভুল হয়েছে---। নুরুজ্জামান খাঁনের দোকানে তালা দেয়া থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এবং তার সাথে ফোনে যোগাযোগ করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, কোনো ডিলার এভাবে সার বিক্রি করতে পারে না। শুধুমাত্র কৃষক এবং সাব ডিলারের কাছেই সার বিক্রি করার অনুমতি আছে।
তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহবুবুল হক এবং ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্তের নির্দেশে এস আই শাহিনের নেতৃত্বে পুলিশের একটি দল উক্ত সার জব্দ করে সিলগালা করে রাখা হয়েছে। আগামীকাল এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সারাদেশে যখন কৃষকরা সারের জন্য হাহাকার করছে সেই সময়ে ডিলারদের এহেন অপকর্মে ফুঁসে ওঠেছে জনগন। তারা এসকল অসাধু ডিলারদের ডিলারশিপ বাতিলসহ দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছেন। খোঁজ নিয়ে জানা যায় দীর্ঘদিন ধরে এভাবে সার বিক্রয় করে অসাধু ডিলারগন চাষিদের ঠকিয়ে নিজেরা লাভবান হচ্ছেন বলে তিনি জানান।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho