
ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যূ হয়েছে। ২৫ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত যুবক মাসুদ মিয়া (৩২) উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামের মৃত একরাম হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে প্রবাসে (সৌদি আরব) শ্রমিক হিসাবে কর্মরত ছিল।
জানা গেছে, ইদানিং সে কোম্পানি থেকে দুমাসের ছুটি নিয়ে বাংলাদেশে এসে নিজ বাড়িতে পারিবারিক ভাবে সময় অতিবাহিত করেছিলেন। ছুটি শেষে হয়ে আসছে, মাত্র এক সপ্তাহের সময় সামনে, সপ্তাহের মধ্যে চলে যাওয়ার কথা সৌদি আরবে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির সামনে বিদ্যুৎ লাইনের পাশেই সুপারি গাছ কাটতে গিয়ে কাটা সুপারী গাছটি এক পর্যায়ে হেলে বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। এতে সে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক বাড়ির লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোস্তফা।
জানতে চাইলে নান্দাইল মডেল থানার (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ বিষয়ে আমি জানিনা আমার কাছে কোন সংবাদ আসেনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho