প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ৪:০১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২২, ১০:২৬ পি.এম
লক্ষ্মীপুরে শিল্পকলা একাডেমির সম্মাননা পেলেন ১৩ গুণী শিল্পী

লক্ষ্মীপুরে তিন বছরে (২০১৪-২০১৫ ও ২০১৬ সাল) জেলা শিল্পকলা একাডেমীর সম্মাননা (ক্রেষ্ট, নগদ টাকা, সনদ ও উত্তরীয়) পেয়েছেন স্থানীয় ১৩ জন গুণী শিল্পী। লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমির আয়োজনে সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের টাউন হলে এ সম্মাননা দেয়া হয়।
এর মধ্যে ৬ জন শিল্পী প্রয়াত হওয়ায় তাদের পক্ষে পরিবারের লোকজন সম্মাননা গ্রহণ করেছেন। শুরুতেই তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এর আগে সম্মাননা প্রাপ্তদের জীবনী পাঠ করা হয়।
এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম এর সভাপতিত্বে জেলা কালচারাল কর্মকর্তা কামরান হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
সম্মাননা পেলেন যারা:-
২০১৪ সালে কন্ঠ সংগীতে প্রয়াত বাবু যদু গোপাল দাস, যন্ত্র সংগীতে রাধেশ্যাম পাটওয়ারী, নাট্যকলায় প্রয়াত প্রদীপ কুমার পাল, আবৃত্তিতে এস এম জাহাঙ্গীর, লোকসংগীতে প্রয়াত মো আলি হায়দার পাটওয়ারী।
বার্তা /এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho