প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ১০:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২২, ৬:১৮ পি.এম
রাজবাড়ীতে পৌর কাউন্সিলর সহযোগীসহ গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ

রাজবাড়ীর পাংশার শীর্ষ সন্ত্রাসী পৌর ওয়ার্ড কাউন্সিলর তাজুল সহ তার এক সহযোগীকে অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
গতকাল মঙ্গলবার(২৭ সেপ্টেম্বর) রাতে কালুখালি উপজেলার সাওরাইল ইউনিয়নের চারাখালী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাজুলের কাছ থেকে দুইটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন সহ পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আজ বুধবার(২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রাজবাড়ী পুলিশ কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
গ্রেপ্তারকৃত মো. তাজুল ইসলাম(৪০) পাংশা পৌরসভার কোড়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম খালাসীর ছেলে এবং সে পাংশা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিল ও স্থানীয় 'তাইজেল' বাহিনীর প্রধান বলে পরিচত, অপর ব্যক্তি মো. হৃদয় মীর(২২) পাংশা পৌরসভার নারায়নপুর গ্রামের আব্দুর রহমান মীরের ছেলে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের চারাখালী গ্রামের পাঞ্জু শিকদারের মেহগনি বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের সময় দুইজনের প্যান্টের কোমরে গুলিভর্তি বিদেশী পিস্তল পাওয়া যায়। গ্রেপ্তারকৃত তাজুল ইসলামের নামে রাজবাড়ীর পাংশা থানায় ৫টি এবং হৃদয় মীরের বিরুদ্ধে একই থানায় ৩টি মামলা রয়েছে।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho