প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ১২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২২, ১২:০০ পি.এম
বেনাপোলে গাঁজাসহ একাধিক মামলার ৩ আসামি গ্রেপ্তার

বেনাপোলে পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ একাধিক মাদক মামলার ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ সদস্যরা। আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ৩ জন আসামি হলো, বেনাপোল পোর্ট থানার গাতীপাড়া গ্রামের মো: রবিউল ফকিরের ছেলে বাবুল ফকির (৪৮), রায়পুর গ্রামের মো: আব্দুর রহিমের ছেলে রাজিব হোসেন (২৪) ও রঘুনাথপুর গ্রামের মো: জুলফিকার আলীর ছেলে মিলন হোসেন (২১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আজ সকালে বেনাপোলের পাটবাড়ী মন্দিরের পাশে শাহজান মোড়ে তিন মাদককারবারী মাদকের একটি বড় চালান নিয়ে অবস্থান করছে। এমন সংবাদে পুলিশের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ দুপুরে যশোর আদালতে সোর্পদ করা হবে বলে তিনি জানান।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho