প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২২, ৪:৩৫ পি.এম
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের বি-১ পোস্টের সামনে থেকে ৩০ কেজির অধিক ইলেকট্রিক কপার ক্যাবল, ১টি ক্যাবল কাটার ব্লেড ও ২টি মোবাইল ফোনসহ ২ চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে ৩ আনসার ব্যাটালিয়ন, রামপাল ক্যাম্প।
তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিতর থেকে ইলেকট্রিক কপার ক্যাবল পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথের নির্দেশে চৌকশ আভিযানিক দলটি বিদ্যুৎ কেন্দ্রের বি-১ পোস্টের আশেপাশে অবস্থান নেয়। পরবর্তীতে উক্ত স্থানের আশেপাশে অভিযান চালিয়ে ৩০ কেজির অধিক ইলেকট্রিক কপার ক্যাবল, ১টি ফ্রেমসহ ক্যাবল কাটার ব্লেড ও ২টি মোবাইল ফোনসহ রামপালের গৌরম্ভা এলাকার কুদ্দুস শেখের ছেলে মাহফুজ ও আদাঘাট গ্রামের আজিদ খান এর ছেলে সেলিম খান কে গ্রেপ্তার করে।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৩,০০০/- (তিপ্পান্ন হাজার) টাকা। এ ব্যাপারে ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক উদ্ধারকৃত মালামালসহ আসামীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য ৩ আনসার ব্যাটালিয়ন দায়িত্ব নেয়ার পর বিভিন্ন অভিযানে এ পর্যন্ত চোর চক্রের ২৩ সদস্য আটকের পাশাপাশি আনুমানিক ৩২ লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বলে জানিয়েছেন ৩ আনসার ব্যাটালিয়ানের অধিনায়ক চন্দন দেবনাথ।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho