সাতক্ষীরার তালা উপজেলায় ২০২২ সালের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন কাশিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা সুলতানা।
জানা যায়, নাসিমা প্রথম যোগদান ১৯৯৮ সালের ২৩ মার্চ , ৯৫ নং খড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালা, সাতক্ষীরা, তারপর ১৯৯৯ সালের ১৯ মে বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় যোগদান করেন, শিক্ষিকা নাসিমা বড়বিলার মানুষের কাছে পেয়েছিলেন অফুরন্ত ভালোবাসা।
নাসিমা- ২০১৮সালের ১২ জুন কাশিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় যোগদান করেন। অদ্যবধি এখানেও তিনি শিক্ষার্থী, অভিভাবক এবং গ্রামের মানুষের কাছে পেয়েছেন ভালোবাসা, সম্মান। নাসিমা বাবা মায়ের সর্বো কনিষ্ঠ সন্তান,তার স্বামী ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়,তালা ইংরেজির সহকারী অধ্যাপক, তার একমাত্র সন্তান এম এম ফারাহ্ নাফিজ সৈকত , চীনের Kunming medical University of China, তে মেডিকেল সায়েন্স নিয়ে পড়ালেখা করছে, এর আগে তিনি কয়েক বার ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হয়েছিলেন। তিনি বৃটিশ কাউন্সিল বাংলাদেশ আয়োজিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ট্রেনিং অব মাস্টার ট্রেইনার ইন ইংলিশ এ ট্রেনিং করে হাইয়েস্ট স্কোরার হয়েছিলেন। এ পর্যন্ত তার অর্জিত সার্টিফিকেট ২৭ টির মতো।
আরও জানা যায়, এর আগেও তিনি ২০১১ সালে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক এবং ২০১৫ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা হিসেবে নির্বাচিত হন। সর্বোপরি তিনি বিদ্যালয়কে শিশু বান্ধব এবং সকলের স্বপ্নের বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সর্বদা কাজ করে যাচ্ছেন।
এ সাফল্যে নির্বাচন কমিটির সকল সদস্য, বিদ্যালয়ের সহকর্মীবৃন্দ, ছাত্র-অভিভাবকবৃন্দ, বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho