
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। শনিবার (১ অক্টোবর) দুপুর দেড়টায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গাছ লাগিয়ে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।
জানা যায়, সংগঠনটির দলীয় টেন্ট, বটতলা, অনুষদ ভবনের পাশে ও ডায়না চত্বরসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গায় বৃক্ষরোপণ করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় দশের অধিক বকুল ফুল গাছ রোপণ করে তারা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ সভাপতি তন্ময় সাহা টনি, আরিফুল ইসলাম ও বনি আমিনসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আমাদের এই আবহাওয়ায় গাছ লাগানোর কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের গাছ লাগানোর ব্যাপারে উৎসাহ দিয়েছেন। সেই জায়গা থেকে শাখা ছাত্রলীগ গাছ লাগানোর ব্যাপারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আমরা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান অর্থাৎ শিক্ষার্থীদের আনাগোনা যেখানে একটু বেশিই থাকে সেসব স্থানে আমরা বৃক্ষরোপণ করেছি। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।
ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষ্যে পুরো ক্যাম্পাস জুড়ে ৭৬টি বৃক্ষরোপণ করা হবে। পূর্বে কিছু গাছ লাগানো হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলো লাগানো হবে।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho